শুক্রবার ০৩ মে ২০২৪
Online Edition

কিংসকে হারিয়ে অভিষেকেই  চমক স্বাধীনতা ক্রীড়া সংঘের

স্পোর্টস রিপোর্টারঃ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচেই বসুন্ধরা কিংসকে হারিয়ে চমক দিয়েছে নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নতুন দলটি ২-১ গোলে হারিয়ে দিয়েছে গত দুই আসরের চ্যাম্পিয়নদের। লিগের শুরুতেই সবচেয়ে বড় অঘটনটি দেখলো ফুটবল দর্শকরা। যদিও করোনার কারণে দর্শকশূন্য গ্যালারির সামনে হচ্ছে লিগের খেলা।টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম স্মরণীয় হয়ে থাকলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে। 

রাজধানীর অদুরের এই ভেন্যুতেই ইতিহাস রচনা করলো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ারে ওঠা দলটি।অপরদিকে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন হার দিয়েই শুরু হলো বসুন্ধরা কিংসের। মৌসুমের প্রথম দুটি টুর্নামেন্টে ব্যর্থতার পরিচয় দিয়েছে দলটি। কিন্তু প্রিমিয়ার লিগের শুরুটা তাদের হলো তেতো স্বাদের মধ্যে দিয়ে। বিগ বাজেটের দলটির হার দিয়ে হলো লিগযাত্রা।ম্যাচ শুরুর আগে কাগজে কলমে ফেবারিট ছিল কিংসই। কিন্তু মাঠের লড়াইয়ে সেটা তাদের দেখাতে দেয়নি নতুন দলটি। সমান তালে লড়ে দুটি সুযোগ কাজে লাগিয়ে অপ্রত্যাশিত ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে অখ্যাত সব খেলোয়াড় নিয়ে গড়া স্বাধীনতা ক্রীড়া সংঘ।আক্রমণ পাল্টা আক্রমণে খেলা শুরু হলেও ২৫ মিনিটে বক্সে ফাহাদের হাতে বল লাগলে পেনাল্টি পায় স্বাধীনতা ক্রীড়া সংঘ। গোলের সহজ সুযোগটি কাজে লাগিয়ে নবাগতদের এগিয়ে দেন বসনিয়ান ফরোয়ার্ড নেদো তুরকভিচ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন সোহেল।২-০ গোলে পিছিয়ে পড়া বসুন্ধরা কিংস চারজন খেলোয়াড় পরিবর্তন করে। তাতে আক্রমণের ধার বেড়ে যায় কিংসের। ৭৩ মিনিটে বদলি স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজের হেডে কিংস ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি। পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাধীনতা ক্রীড়া সংঘ। 

অনলাইন আপডেট

আর্কাইভ